*ভালো হয়ে থাকো*
✍️ভুবন দা (বন্দোপাধ্যায়) ✍️
চাল ডাল তেল নুন
বাজারেতে সব্জি,
কিনতে যে আমাদের
ভেঙে যায় কব্জি ।
ওরা সব চাঁদা দিয়ে
দেশ সেবা নামে,
লুটে নেয় আশি গুন
জিনিসের দামে ।
দেখি সব চোখ মেলে
সেজে থাকি অন্ধ,
আসলে যে সব খানে
রাজনীতি গন্ধ ।
চুপ করে থাকো ভাই
কথা বোলো নাকো,
সকলের কাছে তুমি
ভালো হয়ে থাকো ।
_________