কবিতা : ভাবনা
কলমে : মোজাম্মেল হক
বকচরা, উত্তর ২৪ পরগণা।
আমার ভাবনাগুলো
আকাশ -কুসুম সে সব ভাবনা।
চাওয়া পাওয়াতে
আত্ম অনাত্মে
হিতাহিতে
অনর্থে পরমার্থে
ঈশ্বরত্বে
বড্ড ক্লান্তিকর আমার ভাবনার অনিবর্তনে।
তবে সব ভাবনাই বুঝি সার্থক সুন্দর সঠিক হ’য়ে ওঠে
যখন যথার্থ বেঁচে থাকার ভাবনাগুলো উজ্জ্বল ডাগর হয়
আর মানবিক উপলব্ধির সোনালি ফসলগুলো
আরও উর্বর সুফলা হয়।
আর সে ভাবনায় বেঁচে থাকা তখন ধন্যই
অমিময় হাসিতে সোহাগে ভাবনার পুষ্পিত ঘ্রাণে।

আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]