Spread the love

ব্যর্থ প্রেম
শোভা মন্ডল / কলকাতা

আমার মনের আকাশে —
তুমি ই তো  ছিলে একমাত্র পূর্ণিমার চাঁদ , গ্রহন লাগল চাঁদে , মনের আকাশে লাগলো আগুন , প্রেম  জ্বলে-পুড়ে হয়ে গেল  খাক

তখন  ও বসন্ত  ছিল , কোকিলের কণ্ঠে ছিল গান ,
কৃষ্ণচূড়ার ডালে ডালে , ছিল প্রেমের অগ্নিবান  ।

প্রেমের পরাগ মেখে আমরা দুজনে দুলেছি দোলায় ,
হংসবলাকার মত  উরেছি হাওয়ায় ।

আজ আর নেই প্রেম ,
নেই ভালোবাসা ,
অকাল বোধনে ভেসে গেল ,
ঘর বাঁধার  আশা ।

আকাশ ভরেছে  মেঘে ,
নেই আর চাঁদ ,সমুদ্রে বইছে তুফান ,
মৃত্যু পেতেছে  ফাঁদ ।

জীবন চলে না আর 
জীবন চেয়েছিল যত
বেদনা হয় না আর ব্যর্থ। প্রেমের মত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *