কবিতা–> বিশ্ব প্রাণী দিবস
কলমে –>চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ঠিকানা–>দুর্গাপুর
মানুষের সঙ্গে অন্যান্য সব প্রাণীদের সামগ্রিক কল্যাণে
১৯৩১ সাল থেকে বিশ্ব প্রাণী দিবস চৌঠা অক্টোবর দিনে।
অবশ্য বন্যপ্রাণী দিবস প্রতিবছর তেশরা মার্চ হয় পালন
কিন্তু সকল প্রাণীর মঙ্গলে বিশ্ব প্রাণী দিবস হয়েছে গ্রহণ।
মানুষ কক্ষনো বাঁচতেই পারে না অন্যান্য প্রাণীদের ছাড়া
তাই নিজেদের স্বার্থে বিশ্ব প্রাণী দিবস পালনে এত সাড়া।
১৯২৫ সালের ২৪ শে মার্চ প্রথমে হেনরি জিমার ম্যান
একজন সাইনোলজিস্ট ব্যক্তি বার্লিনে এই কাজটি করেন।
তারপর থেকেই প্রতি বছর চৌঠা অক্টোবর বিশ্ব প্রাণী দিবস
পালন করে সকল প্রাণীর মধ্যে সম্পর্ক রাখার এক দৃঢ় শপথ।
বিশ্ব প্রাণী দিবস গ্রহণে পাঁচটি নীতি অবশ্যই পালনীয়
কল্যাণ-সুরক্ষা-অধিকার-পৃথক এবং সুস্থ রাখা স্মরণীয়।
শিক্ষা এবং পরিবেশের কল্যাণে অন্যান্য প্রাণীদের কল্যাণ
আমাদের সমাজ জীবনে রয়েছে এক মস্ত বড় অবদান।
তাদের স্বাভাবিক আচরণ আমাদের ব্যবহারে ঠিকমতো রাখতে দিলে
কখনোই হিংস্র হয়না ওরা বরং কৃতজ্ঞতা জানায় সকলে মিলে ।
শিশু থেকে সকল বৃদ্ধ বৃদ্ধাদের নির্জনতার সঙ্গী অন্যান্য প্রাণী
হাসি আনন্দ মজায় তাদের সময় কেটে যায় গো অনেকখানি ।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]