Spread the love

কবিতা : বাংলাদেশ স্বাধীনতা পঞ্চাশ
   ———————————————–  
      — ঋদেনদিক মিত্রো

বাংলাদেশ, 
   স্বাধীনতার বয়স তোমার
          এখন হয়েছে পঞ্চাশ,  
   এর মধ্যেই সারা পৃথিবীতে
          তুমি হয়ে গেছো —
                রোমাঞ্চময় সন্ত্রাস, 
                       বাংলাদেশ! 

    সন্ত্রাস মানে জ্ঞানে গুণে তুমি
           হয়েছ বিশ্ব-জাগানি,
    নানা বিষয়ের কৃতিত্বতেই 
            আজ তুমি কত দামী!
    কত নির্মম সময় পেরিয়ে 
             সয়েছ কতনা ক্লেশ, 
                     বাংলাদেশ!

    এই কবিতাটা লেখার সময়
           দু হাজার একুশ সাল
    গত শতকের একাত্তরেই 
           এসেছিলো স্বাধীনতা,
              সে এক নতুন সকাল, 

     কত লাখো-লাখো মৃত্যুর পর
                 এসেছে নতুন ভোর, 
      স্বাধীনতা,  আহা তুমি স্বাধীনতা–
                 চোখ ভাসে নির্ঝর—
      কত যন্ত্রনা,  মৃত্যু এবং 
                  বিশ্বাসঘাতকতা, 
      এসব টপকে তুমি এসেছিলে
                  তুমি,  তুমি স্বাধীনতা, 
       স্বাধীনতা দিবসের মানে হলো 
                  কতনা স্মৃতি-আবেশ, 
                          বাংলাদেশ!

       কত রকমের চক্রান্ত 
                  ভেদ করে পরপর —
                   ভিতরে জ্বলেছ তুমি,  
       ডুকরে কান্না কাঁদতে-কাঁদতে
                  এগিয়ে চলেছ তুমি— 
                        বাংলাদেশ! 

       তুমি সব পারো,  চিতার দৌড় ও 
                 পাখির মতন ওড়া, 
       তুমি সব পারো সাগরে সাঁতার, 
                  কখনো দীপ্ত ঘোড়া, 
       সারা পৃথিবীকে আলো দিয়ে যেতে 
         তুমি তো তুলনাহীন,
         তোমার কাছেই প্রতি বাঙালির ঋণ,   
                      তুমি শিক্ষা,  তুমি বিজ্ঞান
                      তুমি নিষ্ঠা,  তুমি বিদ্যান,
  
                তোমাকে যারাই করে অপমান 
                     আজব জীব বিশেষ, 
                              বাংলাদেশ!

         বাংলাদেশের বিপন্নতা 
                   বাংলাদেশের তৈরী নয়, 
         নানান বহির শত্রুরা মিলে 
                   বংলাদেশের মর্যাদাকে
                       করতে চেয়েছে ক্ষয়, 
         কিন্তু,  যে-দেশ মুক্ত আলোয় 
                    সৎ সাহসেতে দীপ্ত —
        
                    সেই দেশ কি —
                      কখনো খারাপ হয়?
           বাংলাদেশের বিপন্নতা 
                     বাংলাদেশের তৈরী নয়!         
                            বাংলাদেশ!

            রাষ্ট্রসংঘে যার মর্যাদা
                        আলোকের মত প্ৰিয়, 
            তুমি সে বাংলাদেশ —
                        আমার স্যালুট নিও, 
            কোনো তুলনায় নয় তুলনীয় —
                        তোমার মাটির ধূলি,
             সারা পৃথিবীকে কতকি দিচ্ছ — 
                        সেসব কি করে ভুলি, 
             তুমি বাংলাভাষার প্রাণ —
                        বাংলাভাষার গতি, 
             তুমি তো তেমনি সুখ—
                         জানালাটা দিয়ে
                         ভোরের সূর্য-জ্যোতি,   
             তুমি তো মুক্তিযুদ্ধ —
                         বিদ্রোহ, সফলতা, 
             তুমি তো বাংলাদেশ —
                         স্মৃতি-সুখ গভীরতা,
             লেবুপাতা-ঘ্রান-বাতাসের মত 
                          দূর-অনুভূতি-রেশ,
                             বাংলাদেশ!
                               
               
            
                       

———————————————–
   ( Writing: 27-28 মার্চ 2021,  A Bengali poem like ” Bangladesh Swadhinota Ponchash ” i.e. ” Poem : The 50th Independence Day Bangladesh” by Ridendick Mitro)   
       
   বাংলাদেশ এর জন্য 1971 সালে 26 মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন,  ও 16 ডিসেম্বর  1971 স্বাধীনতা লাভের দিবস হিসেবে ধরা হয়! এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়!  উন্নত দেশগুলির মধ্যে প্রথম যে-দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ বলে মান্যতা দেয়,  সেটা হলো অস্ট্রেলিয়া! যদিও পরপর অনেক দেশের থেকে স্বীকৃতি লাভ করে বাংলাদেশ!  1972 সালের 31 জানুয়ারী! রাষ্ট্রসংঘের সদস্যপদ লাভ 25 সেপ্টেম্বর 1974. 

   বিঃদ্রঃ- ঋদেনদিক মিত্রো (Ridendick Mitro) পেশায় ইংরেজি ও বাংলাভাষায় (পৃথকভাবে দুটি ভাষায়,  অনুবাদ নয়) কবি-ঔপন্যাসিক-গীতিকার- নিবন্ধকার,  একটি বিশ্বজাতীয় সংগীত ” World anthem — we are the citizen of the earth, ” ও ” Corona anthem 2020 official bengali song” ( আগ্রাসনের নেশার সাথে হিংসা সীমাছাড়া) প্রভৃতি বিশেষ ধরণের সংগীতের রচয়িতা, ও 2020 পর্যন্ত বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় কুড়িটি!  কলকাতা,  ভারত!

   বাংলাদেশের ওপর নানা রকম ভাবনা নিয়ে ঋদেনদিক মিত্রোর অজস্র রচনা রয়েছে বাংলা ও ইংরেজিতে, কিছু প্রকাশিত! এপর্যন্ত বেশির ভাগটাই অপ্রকাশিত,  পরপর প্রকাশিত হচ্ছে নানা পত্রিকায়! এটি সাম্প্রতিক রচনাগুলির  একটি!

                   সম্পাদক: kabyapot.com
                 ********************************

Advertisement


                
    
              
         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *