বাঁধের বাধা
মৃন্ময় ভট্টাচার্য
ওদের দাবী কংক্রীট বাঁধ
হয় যেন তা স্থায়ী,
নেতা গড়বে মাটি দিয়েই
চায় থাক অস্থায়ী।
স্থায়ী বাঁধের আপদ অনেক
ভাঙবে না তা মোটে,
মাটির বাঁধ ভাঙলে টাকা
জলের তোড়ে ঢোকে ।
বন্যা হলেই ভাসবে চাষ
গরীব হারাবে বাসা,
ত্রাণ আসবে কোটি টাকার
কাটমানিও খাসা।
চাকরি করার যোগ্যতা নেই
ব্যবসাতে কাঁচকলা,
তবুও দামি বাড়ি গাড়ি
নেতার ভেলকি খেলা।
লক্ষ লক্ষ কামিয়ে নেবে
ভাঙবে যেই বাঁধ,
থেকো না আর নপুংসক,
করো প্রতিবাদ ।