
কবিতা – বসন্তে
কবি : শান্তা কর রায়
এ-ঘরে বসে বাইরেটা বেশ দেখা যায়
আলো এসে পৌঁছয় বিছানায়
রাতের ভেজা বালিশটি সন্ধ্যার আগে শুকিয়ে যায়
আবারো কয়েক দিন তাঁর সঙ্গে যোগাযোগ নেই
সেতো তার মতোই ছিল
মন খারাপ হলেই স্পর্শকের ভূমিকায় ।
যে চাঁদ সমস্ত অভিযোগ ধুয়ে দিতে পারে
তাকেই বালিশ করে দেওয়ার সাহসিক মন
অবেলায় ক্লান্ত হয়ে বলে ,দাবি জানাও।
আর কতদিন এমন ভাবে মুখ থুবড়ে পড়ে থাকবে
এবার ওই- সব ধারণার বাইরে বেরিয়ে এসে
নিজের মতো করে এক পৃথিবী পথ তৈরি ।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]