বন্ধু মানে “
কলমে =মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়
*******************
বন্ধু মানে ভালোবেসে বাড়িয়ে দেওয়া হাত,
বন্ধু মানে বিপদে তে থাকবো সাথে সাথ।
বন্ধু মানে আনন্দেতে অধির হয়ে ওঠা,
বন্ধু মানে বৃষ্টি হলে ভিজতে মাঠে ছোটা।
বন্ধু মানে আমার চোখে জল ভরে যায়,
তুই সে জলের ফোঁটা।
বন্ধু মানে ভাগ করে নি দুঃখ সুখের বোঝা,
বন্ধু মানে ভর দুপুরে আম বাগানে মজা।
বন্ধু মানে মনের দুঃখে জড়িয়ে গলা ধরি,
বন্ধু মানে সুখের সাগর এক সাথে দি পাড়ি।
তোর চোখে তে জল এলে মোর কাঁদে যে অন্তর,
আবার কবে দেখা হবে কতো দিনের পর?
আমার প্রিয় বন্ধু হয়ে থাকিস জীবন ভোর।
আমার হাতের প্রিতীর রাখী পরিয়ে দিলাম তোকে,
বন্ধু আমার,
তোর প্রতি এই ভালবাসা আগলে রাখিস তাকে।।
*****************
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]