ফোটো সৌরভে
খগেন্দ্রনাথ অধিকারী
______দধিচির অস্থি দিয়ে
তৈরি বজ্রের ঘায়ে
দেবকূল পেয়েছে স্বস্তি
পৃথিবী হয়েছে শান্ত
অসুর নিধনে।
হরিণীর থাকে না দেহ
চামড়া কঙ্কাল হাড়,
মিশে যায় পঞ্চভূতে
কস্তুরিকে ধরে রাখে
চিরদিন লোকে।
পাতাসব ঝরে গেলেও
সুগন্ধি বানায় মানুষ
ফুলের নির্যাস ধরে
যখন সকল কলি
ফোটে সৌরভে।
নশ্বর মানব দেহের
কিছুই থাকে না শেষ,
ক্ষিতি অপ তেজে মেশে
যত্নের বদনখানি
মরণের ছোবলে।
কীর্তির শতদল
অক্ষয় অটুট থাকে,
সেবায় পুষ্পাঞ্জলি
বিশ্বমায়ের পায়ে
দাও প্রতিক্ষণে।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]