কবিতা ফাগুন
কবি শ্যামল কুমার রায়
চারদিকে এখন বেশ ফাগুন ফাগুন হাওয়া
তোমার ঐ যৌবনেতেও বসন্তেরই ছোঁয়া।
তোমার এখন আগুন রাঙ্গা বিকেল
তুমি এখন বেশ স্বার্থপর।
তুমি পেরিয়ে এসেছ কাঁটা ভরা পথ
তাই এখন তুমি ভীষণ স্বার্থপর।
অসময়ে তুমি ছিলে ভীষণ একলা
গুমরে গুমরে কেঁদেছো দুটি বেলা।
যন্ত্রনার ঐ সময় ছিল দীর্ঘ
চারপাশে ছিল যত নিখুঁত মানুষের ভিড়।
এদের অনেকেই দারুণ মুখোশ পরা!
জীবনের তো এটাই পরম্পরা!
অসময়ের রেশ আজ আর হয়তো নেই,
কিন্তু অতৃপ্তি রয়ে গেছে মনে।
ধূর! সব পেলে যে নষ্ট জীবন।
ঠিক ভুলের বিচার আজ অবান্তর।
তোমার ঐ আগুন রাঙ্গা বিকেলে
তুমি থাকো ভরা সুখে।
আমি আজও চেয়ে আছি
ঐ দিন বদলের দিকে।
আমার এই মনে নামুক
বর্ষা আজ ঝেঁপে।
ধূয়ে দিক সব দীনতা
যা আছে এই বুকে।
জড়িয়ে রেখো তুমি
সব কিছুরই পরে।
তোমার আমার দেখা হবে এক ফাগুন রাঙা ভোরে