নৈমিত্তিক যাত্রাপথে।।
।। প্রবীর চক্রবর্ত্তী।।
হারিয়েছ নীল অন্ধকারে
আনমনা সময়ের হাত ধরে
আমি ভেসে গেছি নির্বাক প্রবাহে
অবিন্যস্ত শব্দের গভীরে
আমার শরীর থেকে
নির্গত ক্লেদাক্ত অশ্রুজল ধুয়ে যাচ্ছে
আমি সহজ হয়ে উঠছি পরিশীলিত বাক্যে
প্রথম রোদ্দুর ছুঁয়ে যাচ্ছে চলমান যাপনের
গৃহস্থালি,সেরে উঠছি ক্রমশ –
রঙিন ব্যবহারিক সাহচর্যে
এখন তোমার শূন্যতায় খেলা করে শৈশব
নৈমিত্তিক যাত্রাপথে পথ হয়ে উঠেছে সাধনা।
কবি প্রবীর চক্রবর্ত্তী -র জন্ম পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দন্দিপুরে ,১৯৭৭সালে।
নিয়মিত কবিতা,গল্প, প্রবন্ধ লেখেন।পেশা -শিক্ষকতা। ইতিমধ্যে আটটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। পেয়েছেন ‘সৃজন সম্মাননা -২০১৪’, ‘সুবর্ণরেখা সাহিত্য পুরস্কার ২০২২’, ‘চন্দ্রকোনা কবিতা সংসদের -কবিসম্মান-২০২৫’,
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]