নীল ধ্রুবতারা গড়িয়ে পড়ে,
উর চেরা লালরক্তে।
শুক্লা রজনী শশীর দুযতি,
কালপুরুষের বীরত্বে।।
উর চেরা লালরক্তে।
শুক্লা রজনী শশীর দুযতি,
কালপুরুষের বীরত্বে।।
আসে জ্যোৎস্না নীরবে বসি,
নিবিড়ে সখাদ্বয়ে।
জীমুতের লাগি বদন ম্লান
মিলিবো কী উপায়ে।।
নিবিড়ে সখাদ্বয়ে।
জীমুতের লাগি বদন ম্লান
মিলিবো কী উপায়ে।।
তবুও যদি আসতে ফিরে,
চেনা গৌধুলি লগ্নে।
প্রাণ ময়ূরী নৃত্যে মাত তো,
নয়নের নোনা জলে।।
চেনা গৌধুলি লগ্নে।
প্রাণ ময়ূরী নৃত্যে মাত তো,
নয়নের নোনা জলে।।