Spread the love

*নীরবের যাত্রী*
*কাজল দত্ত*
::::::::::::::::::::///:::::::::::::::
নিঝুম নিস্তব্ধ রাত-
সময়ের দেওয়ালে টিকটিক শব্দ
চাপ চাপ অন্ধকারে বর্ণমালা বন্দি,
নির্ঘুম রাতের বুক ক্ষতবিক্ষত-
অতীতের দৃশ্যপটে।

হৃদয়ের গভীরে অতীত সংলাপ
জীবন্ত বাস্তবটা আজ রূপকথা,
রাত আকাশের তারায়।
ঘুম পোড়া চোখ-
বাস্তবে অতীতের ছায়া বোনে।

চাতকের আকণ্ঠ জ্যোৎস্না পানে
কত বসন্তের রাত পুড়েছে কৃষ্ণচূড়ার লালে,
হাসনুহেনার গন্ধে রাত জেগেছে
সহস্র জোছনার হাসি।

নোনা নদীর ঊর্মি, বাঁধ ভাঙে
জ্বলন্ত চিতায়-
নৈঃশব্দ্যের নশ্বর লাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *