• Fri. Aug 19th, 2022

ধূসর জীবন – ঘেসোফুল”

ByKabyapot

Jan 1, 2022

*ধূসর জীবন*
“ঘেসোফুল”

ভূমি হতে লক্ষ যোজন দূরে-
কোন এক নক্ষত্রলোকের অন্তঃপুরে
          হয়তো ছিল নিবাস;
প্রেমের অমোঘ টানে
ভালোবেসে এসেছিলে ধরায়
      কোন এক উল্কা পতনে।
জন্ম নিলো ভালোবাসার
    কোন এক শুভক্ষণে।
গাছে গাছে লাগলো দোলা
শাখে শাখে উঠল ভরে মঞ্জুরি
      গাইল শাখি মিলনের গান,
ভোরের রবি উঠলো হেসে
লক্ষহীরা তৃণের শিষে
উঠল ভরে হৃদয় আঙিনায়
          তোমার শুভ পদার্পণে।
বসন্ত কত রঙ ছড়ালো
আষাঢ় ধুয়ে দিল পথ
শ্রাবণ অবগাহন করিয়ে
অভিষিক্ত করল প্রাণের স্পন্দন
স্থাপন হলো প্রতিমা, হৃদ মন্দিরে,
              নিয়মের বেড়াজালে
               মিলন প্রাণে প্রাণে,
মিলন মেলা শেষে গোধূলি প্রান্তে এসে
ধূসর দিগন্তিকায় সব রং যায় মিশে
        একটি নক্ষত্র পতন।

Spread the Kabyapot

Leave a Reply

Your email address will not be published.

আপনার প্রদেয় বিজ্ঞাপনের অর্থে মুদ্রিত কাব্যপট পত্রিকা প্রকাশে সাহায্য করুন [email protected]