তামাসা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ফিরোজা খাতুন
**************
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তীক্ষ্ম ত্রিফলায় দাহ্য কল্লোনী
রাত আসে দেরি করে ,
দিন দুপুরে চাঁদ ধরি ট্রাফিক সিগন্যালে ।
সমস্ত নাগরিক গলির আঁধার জানে,
পিচ্ছল পঙ্কিলে দাঁড়িয়ে দরাদরির কষ্ট,
নির্জন বাইপাসে হই নষ্ট ।
লিপস্টিকের নীচে রক্তঝরা ওষ্ঠ
বক্ষটিলা , পদ্মনাভি, নারীত্বের খিলান,
বক্র ক্রান্তির পাতালে নিয়ত বিক্রি ।
চুরি যায় আদিম পৃথিবীর লজ্জা,
রোজ আনন্দে মাতে পোঙ্গালের প্রথা,
জীবন যেন জাল্লিকাট্টুর তামাসা।
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]