তরঙ্গ
– কৃষ্ণকলি বেরা
হোক না সেই বৃষ্টি
যে বৃষ্টির প্রতিটি ফোটায়
তোমার স্পন্দন খুঁজে পাই।
হোক না সেই বৃষ্টি
যার বয়ে যাওয়া জলের
প্রতিটি ঢেউয়ের মাথায়
তোমার প্রতিচ্ছবি খুঁজে পাই।
হোক না সেই বৃষ্টি
যে বৃষ্টিস্নাত বৃক্ষ থেকে
ঝরে পড়া প্রতিটি ফোটার টুপটাপ শব্দে
তোমার হাসি খুঁজে পাই।
সেই বৃষ্টি হোক
সেই স্রোত বয়ে চলুক
সেই বরিষণ শুধু
তুমিময় হোক
শুধু তুমিময়।