কবিতা : জীবনানন্দের ইচ্ছে
কলমে… পবিত্র মোহন বাগ
***********************
বাংলার আকাশে-বাতাসে ছেয়ে আছেন জীবনানন্দ,
তিনি ভালোবাসতেন গ্রামবাংলার মাঠ ঘাট ছন্দ।
তিনি আবার আসতে চেয়েছেন এই বাংলাতে,
জীবনের আনন্দ পেতে চেয়েছেন সবুজ ধানের ক্ষেতে।
শুধু মানব নয় যেকোন রূপে বাংলায় জন্ম নিতে চেয়েছেন,
তিনি দেখতে চেয়েছেন জলঙ্গী নদীর ঢেউ,পেতে চেয়েছেন নবান্নের আঘ্রান৷
জন্মভূমিকে তিনি স্বর্গরূপে ভালবেসেছেন,
প্রকৃতির কাছে তার আকুল প্রার্থনা যেন হেথায় বার বার ফিরে আসেন৷
তিনি উন্নত আধুনিক শহরে জন্ম নেওয়ার ইচ্ছে নেই
তিনি সুজলা সুফলা নদীমাতৃক গ্রাম্য পরিবেশে আসতে চেয়েছেন৷
তিনি মৃত্যুকে করেছেন আলিঙ্গন,
তিনি ভুলতে পারেননি প্রকৃতির আকর্ষণ৷
*****************************
কবি পরিচিতি :
নাম কবি পবিত্র মোহন বাগ , হাই স্কুলে শিক্ষকতা করেন৷ এম এস সি পাশ৷ বছর খানেক ধরে একের পর এক কবিতা লিখে চলেছেন ৷ বিভিন্ন পত্রিকায় অনেক সম্মাননা পেয়েছেন ৷ কবিতা লিখতে ও পড়তে পছন্দ করেন৷