Spread the love

জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা তাই! ডান বাম লিবারেল নিও লিবারেলরা লড়ে যাচ্ছে…ঢিস্যুম ডি ডি ডি ডি ঢিস্যুম!
যথারীতি আজ‌ও বাইকের পেছনে মাল নিয়ে ডেলিভারি দিতে বেরিয়ে ছিলাম! রাস্তায় যেতে যেতে দেখলাম, অনেক জমির লেগে যাওয়া ধান গাছের মাথাটুকুও দেখা যাচ্ছে না। ক্যাঁচ করে ব্রেকে পা দিয়ে দাঁড়িয়ে পরে ঘাই কেটে জল বের করায় ব্যস্ত এক চাষীকে জিজ্ঞেস করলাম- ভাই গাছগুলো তো সব জলে ডুবে গলে যাবে! না গো কত্তা,ধরন হলেই জল নেমে যাবে,ধান ঠিক হবে! আশায় মরে চাষা! যে সব জমির ধান নষ্ট হবে, আবার বীজ যোগাড় করে রুইবে জমি। আশা এবার ঠিক লাভ হবে। কেউ কথা রাখে না,কেউ কথা রাখেনি!
ধনতান্ত্রিক অর্থনীতি নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। নিত্যনতুন পণ্যের সম্ভার বেচার জন্য উদার অর্থনীতির হাত ধরে সরকারি বেসরকারি কর্মচারীদের মাইনে বাড়িয়ে যখন দেশের মুষ্টিমেয় চাকরিজীবীদের পাম্প দিচ্ছিলো, খুব মস্তি নিচ্ছিলো গান্ডুগুলো! কারণ ওদের তিনশো টাকার মাইনে কখন যেন তিরিশ হাজার হয়ে গেছে। পেছিয়ে গেছে দেশের নব্ব‌ই শতাংশ চাষী আর ছোটো ব্যবসাজীবীরা! আজ কিন্তু সেই সুবিধাভোগী শ্রেণীর পরবর্তী প্রজন্ম লোকের মাল ঠেলে দশ পনেরো বিশ পঁচিশেই ক্ষান্ত!
গরীবী হটাও স্লোগানের দিন শেষ! ধনতন্ত্রের নতুন দশা আরম্ভ হতে চলেছে নিউ নর্মালের পৃথিবীতে মানুষকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে ওটিটি প্ল্যাটফর্মের দুনিয়ায় যখন খুশি যা ইচ্ছে দেখোর দুনিয়ায়!
নিউ নর্মালের পৃথিবীতে মধ্যবিত্ত শ্রেণী শেষ হয়ে যাবে,নিম্ন আয়ের মানুষের সংখ্যা ক্রমবর্ধমান! বাড়ছে কেবল বিলিয়নিয়ার!
উড়ো খবর,গত দেড় বছরে মানুষের মৃত্যু সংখ্যা কয়েক গুণ বেড়েছে, কিন্তু সরকারি কোনো তথ্য প্রকাশিত হয়নি মৃতের সংখ্যার!
আমাদের জীবন কেটে গেলো, চিন্তা করি পরবর্তী প্রজন্মের জন্য।
আমার মদ মাংস কাড়তে পারবে না আগামী কয়েক বছর। কিন্তু তাতে কি দেশের কোনো লাভালাভ হবে? বাজ পড়ছে ঘনঘন, তবুও রাস্তার ধারে পড়ে থাকা দেবদাসের খোঁজ নেই।
এক রাউন্ড,দু রাউন্ড ছুঁড়ে ‌কি পার্বতীর খোঁজ পাওয়া যাবে? আজি ঝরঝর মুখর বাদর‌ দিনে,অডিও সিস্টেমে বেজে চলেছে, আমার মতো খেতে পরতে পাওয়া লোকের বাড়িতে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *