Spread the love

ছায়াগ্নি
আব্দুল বাসার খান

পুড়ে যাওয়া কোনো সুশীল সংগ্রাম কথা নয়
এইখানে পুরাতন কোজাগরী নতুন প্রসবগান গায় ।

উঠে আসব বলেই পাহাড়ের কাছে দাঁড়িয়েছি
নতুন জমি, চাঁদের কাছাকাছি
জানালার গান শুনি,
ঝরে পড়া রাতগুলো সঙ্গেই আছে ।

নির্মোক নির্বাহ করি
ভেতরের জলরঙে আমার বিশ্বাস
এই সূর্য সহায় তাপ আমাদের শীতের সংগ্রাম ।

যতটা তুলে আনা যায়
মুছে যাওয়া কিংবা অনাগত
এই বিচ্ছিন্ন রোগের দিনে আমাদের খুঁজে নিতে হবে
এক টুকরো বাসযোগ‍্য জমি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *