ছড়াকার ও গীতিকার আপনাদের প্রিয়জন ( ভুবনদা ) ভুবন বন্দোপাধ্যায়ের একগুচ্ছ কবিতা আপনাদের সামনে তুলে ধরা হল। পাঠকগণের মন্তব্য আশা করা হচ্ছে।
রচনায় ভুবন বন্দোপাধ্যায়
****************
১) শীত ঋতু
*”*”*”*”*”*”*”*
ছয়টি ঋতুর মধ্যে যে
শীতটা ভাল অতি,
মিষ্টি রোদে নদীরধারে
হয় চড়ুইভাতি ।
নলেন গুড় পিঠেপুলি
মুড়কি মোয়া গজা,
মেলা খেলা পুতুলনাচ
লেগেই থাকে মজা ।
কমলালেবু টোপা কুল
কয়েৎ বেল গন্ধে,
দুপুরটা বেশ কাটে ভাল
কতনা আনন্দে ।
দেখতে ছুটি ভিক্টোরিয়া
তারামণ্ডল জুম,
লেপ কম্বল মুড়ি দিয়ে
আরামে হয় ঘুম ।
___________
২) নেতা
*”*”*”*”*”*”*”*
জয়রাম হালদার
নেতা ভারি মস্ত,
মিটিং মিছিলে সে
সদা রয় ব্যস্ত ।
এইবার ভোটে সে
জিতে যায় যদি,
নির্ঘাত মন্ত্রী হবে
মিলে যাবে গদি ।
লোক সে মন্দ নয়
হাসিখুশি ভারি,
মুখে তার মিথ্যেটা
থাকে ভুরি ভুরি ।
আড়ালে আবডালে
খায় কাটমানি,
নেতাদের ওরকম
হয় সব জানি ।
শিক্ষা নবম মান
তার বেশি নয়,
জ্ঞানী গুণী মস্ত
দেখে মনে হয় ।
ডিগ্রীধারী কতজন
চাকরি পেতে,
নোটের বাণ্ডিল তার
দিয়ে যায় হাতে ।
ছিল নিজে একদিন
হদ্দ বোকারাম,
হট করে ঝাণ্ডা ধরে
হল কত দাম ।
পথে ঘাটে পায় রোজ
কত যে সেলাম,
আমরা সবাই আজ
তাহার গোলাম ।
_________
৩) বর্ষ বরণ
*”*”*”*”*”*”*”*
এই নববর্ষে আজ
এস করি পণ,
মানুষের পাশে রই
মানুষ যখন ।
বোধ বুদ্ধি চৈতন্য
জাগ্রত করি,
অন্যায় দেখে যেন
চাবুক ধরি ।
নাচানাচি হইচই
মাতামাতি নয়,
বর্ষ বরণ হোক
এই কামনায় ।
_______
৪) কাজের মাসি
*”*”*”*”*”*”*”*
কাজের মাসি বললে আসি
গিন্নি মাগো শোনো,
কালকে থেকে চারটে দিন
আসব নাতো জেনো ।
আমার মেয়ের জা’র পিসে
বড্ড অসুখ তার,
দেখতে যাবো হরিণঘাটা
ফিরব রবিবার ।
এ মাসের মাইনে আমায়
আগাম দিও তবে,
ফল মিষ্টি রোগীর পথ্য
কিনতে কিছু হবে ।
আসছে ফের চৌঠা ফাগুন
বিয়ে কাকুর শালার,
কার্ড করেছে সেদিন এসে
ইচ্ছে আছে যাবার ।
তখন কামাই খুব বেশি না
দিন সাতেক মাত্র,
ছেলের বিয়ে বলেই কথা
যাব যে বরযাত্র ।
চৈত্র মাসের শেষের দিকে
মাসির নাতির ভাত,
দুটি মেয়ের পরে এ ছেলে
যাব যে নির্ঘাত ।
সেটা নয় দিন দুই তিন
তার বেশি তো নয়,
একটু নিও ম্যানেজ করে
কাজের মাসি কয় ।
গিন্নি ভাবে হাজার খুঁজে
পেয়েছি এই লোক,
থাকতে হবে মুখটি বুজে
বন্ধ করেই চোখ ।
_________
৫) কপালের দোষ
*”*”*”*”*”*”*”*”*”*”*
হক কথা বলেছিল
নরহরি দাস,
শিক্ষিত ছেলেগুলো
কাটে সব ঘাস ।
ফেল করা তিনবার
ওপড়ার ভজা,
হয়ে গেছে মাসটার
কি দারুন মজা ।
ইসকুলে ফাস্ট বয়
ছিল দেবু রাজ,
পায়নি জীবনে জয়
চপ ভাজে আজ ।
মাথামোটা কেলেটাই
ভাবি ছিল কিযে,
ধরে নিয়ে ঝাণ্ডাটাই
গড়ে গেল নিজে ।
আজব দুনিয়া ভাই
বলে রামু ঘোষ,
জ্ঞানীর কদর নাই
কপালের দোষ ।
________
৬) রেলগাড়ি
*”*”*”*”*”*”*”*
ঝিক ঝিক রেল গাড়ি
ছুটে চলে ভাই,
দিন রাত কিবা তার
বিরাম যে নাই ।
সকলের একটাই
জানি গন্তব্য,
কত জনে কত কি
করে মন্তব্য ।
কেউ বেচে চানাচুর
কেউ ঝালমুড়ি,
কেউ বেচে চা কফি
কেউ দেখি পুরি ।
ভিতরেই আছে সব
যার যেটা চাই,
পয়সায় মিলে যায়
চিন্তার নাই ।
আছে সব কামরাতে
ভাল আর মন্দ,
জ্বরা ব্যাধি হাসি গান
সুখ সাচ্ছন্দ
চলে গাড়ি তাড়াতাড়ি
দক্ষ ড্রাইভার,
ঠিকানায় পৌছে দেয়া
কাজটুকু তার ।
______
৬) ফাঁকি
*”*”*”*”*”*”*”*
ছেলে বেলায় পড়াশোনায়
দিয়েছিলাম ফাঁকি,
আজকে তাই অবোধ হয়ে
আমি কেবল থাকি ।
আম পেড়েছি মাছ ধরেছি
বল খেলেছি মাঠে
সকাল সন্ধ্যে তেমন করে
মন দিইনি পাঠে ।
স্কুলে যাবার সময় হলে
পেটে ব্যথাই হত,
এমনি করে মিথ্যে কথা
বলতাম যে কত ।
পিতা মাতা বলত আমায়
পড়াতে দাও মন,
নইলে অনেক কষ্ট পাবে
তুমি যে বাছাধন ।
আমরা আর চিরটাকাল
রবনা কেউ কাছে,
হেসে খেলেই দিনটা যাবে
ভাবছ তুমি মিছে ।
সঠিক কথা বলত তারা
এখন ভাবি তাই,
মূর্খ হয়ে জীবন যাপন
কতনা দুঃখ পাই ।
আমার মত এমনি ভুল
কেউ কোরনা অার,
নইলে জীবন হবে মাটি
কেউ পাবেনা পার ।
_________