KABYAPOT.COM চলো যাই – বিপ্লব গোস্বামী 13/12/2022 কাব্যপট পত্রিকা 1 Views 0 Comments কবিতা 0 min read Spread the love চলো ভাই বিপ্লব গোস্বামী চলো ভাই গ্ৰামে যাইআম কাঁঠাল ফল খাই, জ্যাম নাই হ্যাং নাইফুরফুরে হাওয়া পাই। ছোট পাখি যায় ডাকিকি মায়াবী পরিবেশ ! ভেক-ভেকী ডাকা-ডাকিহবে কি যে বলে শেষ ? ফল-ফুল বুলবুলবড় ভালো লাগে ভাই, শোরগুল হট্টগুলএসব যে কিছু নাই।