চড়াই*
সুতনু সরকার
কি মিষ্টি কিচিরমিচির
শুনতে লাগে বেশ
সাত সকালে আকাশপথে
ঘোরো দেশ-বিদেশ
মনের সুখে নেচে নেচে
খাবার খুঁটে খাও
দল বেঁধে সঙ্গী সাথী
কোথায় পাড়ি দাও
একটি স্থানে নেইকো মন
সদা চঞ্চল চড়াই
সূর্যি মামা অস্ত গেলে
ফেরার ঠিকানা পাই
কাছে গেলে ফুড়ুৎ করে
যেই না উড়ো তোমরা
তাই না দেখে খোকন সোনা
মুখটি করে গোমড়া।
************
কবি সুতনু সরকার
পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন দপ্তরে বর্তমানে শালবনি পঞ্চায়েত সমিতির অন্তর্গত কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতে নির্বাহী সহায়ক পদে কর্মরত রয়েছেন।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]