শিরোনাম–“গ্রামই জীবন”
কলমে–বিমান প্রামানিক
মাড়গ্রাম–মুর্শিদাবাদ
গ্রাম আমার মায়ের সমান
গ্রামই আমার প্রাণ,
গ্রামেই যখন জন্ম আমার
গ্রামেই যত অধিকার।
গ্রামেই করে চাষা বাস
তারাই বাঁচার আশ্বাস।
গ্রামের ফসল শহর জুড়ে
শহরবাসীর পেট ভরে।
প্রকৃতির সবুজ ঘাসের ছোঁয়ায়
মন ভরে তার মায়ায়।
গ্রাম জুড়ে মাটির বাড়ি
সাথে সবুজ বনানীর সারি।
গ্রামেই যত পুকুর নালা
তাতেই করে মাছে খেলা।
এমন দৃশ্য যায় না ভোলা
গ্রামেই কাটে ছেলেবেলা।
কাজের টানে গ্রামে ছাড়ি
প্রবাসে দিয়েছি পাড়ি।
তবু গ্রামকে কি ভুলতে পারি?
গ্রামেই আমার বসত বাড়ি।
বন্ধু, স্বজন সবাই গ্রামে
হৃদয় আমার সে দিক পানে।
আমি যেন আজ কোনখানে?
গ্রামের দিকে মন টানে।
**************