***** কোথায় পথের অবশেষ *****
ইব্রাহিম সেখ, রাজারামপুর, মুর্শিদাবাদ (প:ব)
দূর থেকে দেখা, দু-চোখে স্বপ্ন আঁকা
কাছে যেতে পারিনা,কিছুতেই ভুলিনা,
একে কি প্রেম বলে,এভাবেই দিন চলে
জীবনের বোঝা আর বইতে পারিনা।
যখন আকাশে উঠে চাঁদ,ভেঙে যাই বাঁধ,
চোখের সাগরে ঢেউ উঠে,হৃদয়ে কাঁটা ফুটে,
কোন সে ব্যবধানে, আঘাত হানছে প্রাণে,
সুখের স্বপ্ন রাশি আঁখির অশ্রু হয়ে ছুটে।
জীবনের কাল বেলা-ঘর ভাঙা খেলা,
ঘিরে আছে চারিধার, অনন্ত পারাবার,
কেমনে যে পাব কূল,বেঁচে থাকা মহা ভুল,
জীর্ণ কুটির খানি ভেঙে হয় ছারখার।
যতদিন আছে শ্বাস, মনে জাগে বিশ্বাস
হয়তো দুয়ারে এসে, সে যেন দাঁড়াবে হেসে,
দুই হাতে রেখে হাত,কাটাবে সুখের রাত,
যন্ত্রণার হবে কি শেষ,জীবনের অবশেষে!