“কাব্যিক ধ্বনিতে বাণী”
✍️এমডি,মিজানুর মাওলা✍️
অন্তরের প্রশান্তি আল্লাহর স্বরণে,
হতাশা দুর্দশা বয়ে আনে।
নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করুন,
শত্রুতার আগুন জ্বলে উঠার আগেই নিভিয়ে ফেলুন।
মনে করুন আজই আপনার শেষ দিন,
নিয়মিত অদৃষ্টের প্রতি আস্থা রাখুন।
কারো ধন্যবাদের প্রত্যাশী হবেন না,
তুচ্ছতাচ্ছিল্য কারণে ভেঙ্গে পরবেন না।
ফলপ্রসু কাজে লিপ্ত থাকুন,
তকদিরের উপর সন্তুষ্ট থাকুন।
আল্লাহর জমিনে ভ্রমন করুন,
মধ্যম পন্থী হউন।
আপনি যা নিয়ে পেরেশান তার বিনিময় জানুন,
সতর্ক থাকুন সঠিক পরিকল্পনা গ্রহন করুন।
জীবন ধারনার চেয়েও সংক্ষিপ্ত,
প্রকৃত সুখ কামনা জান্নাত।
আপনি দুঃখ করবেন না সামনে আরও একটি জীবন আছে,
একটি দোষ আর একটি গুনের কারণ হতে পারে।
সুবিধাবাদি হওয়ার অভ্যাস পরিহার করুন,
দুর্বীসহ লোকদের সঙ্গ শান্তি নষ্ট করে তাই সঙ্গ ত্যাগ করুন।
নেক আমলই সুখী জীবনের চাবিকাঠি,
নামাজ হলো দুনিয়া ও আখেরাতের সর্ব রোগের উত্তম প্রাপ্তিস্থান বা চাবি।
মনে রাখবেন মানুষ তার প্রধান বৈশিষ্ট্য দ্বারাই সে গৃণীত হওয়ার আশঙ্কা,
আপনি আল্লাহর আনুগত্য হয়েযান সমস্ত মাখলুক পর্যায়ক্রমে আপনার আনুগত্যে উৎকন্ঠা।
https://www.patrika.kabyapot.com