Spread the love

লেখা


দুর্যোগ
অনিক চক্রবর্তী

বেড়েছে মুষলধারে বৃষ্টি
হচ্ছে প্রচন্ড ঝড়
হাওয়ার দাপটে ধ্বংস
হচ্ছে সমস্ত বাড়ি ঘর
যাচ্ছে বহু প্রাণ
বাড়ছে ধ্বংসলীলা
জানিনা আর কত আছে
সাইক্লোনের শক্তি সীমা।
ভেসে যাচ্ছে উপকূল
যাচ্ছে রাস্তাঘাট
আটকে রাখতে পারছেনা 
সমুদ্রের মজবুত বাঁধ
করোনা ও ঘূর্ণিঝড়ের
যুগলবন্দী খেলা
সৃষ্টি হচ্ছে দুর্ভিক্ষ, বেকারত্ব
নানান দুঃখ কষ্টের মেলা
হায় এই দুর্যোগে আশ্রয় দরকার
 ফুটপাত বাসির
সাহায্য করে আমি দেখতে চাই
ওদের অমূল্য হাসি।।

                          ………ধন্যবাদ….…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *