Spread the love

গানঃ- করোনাকে ভাগা
     ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    ওয়াহিদা খাতুন

আর নয়কো লুটোপুটি,
অনেক হলো ছুটাছুটি ;
ঘরে থেকে চুপটি করে,
ডাকরে প্রভুর নামটি ধরে,
কেনো বাইরে যাবার তাগা? 
করোনাকে ভাগা!
করোনাকে ভাগা।!

চললে মেনে স্বাস্থ্যবিধি, 
রক্ষা দেবেন তবে বিধি,
ঘরেবাইরে মানুষ যত;
মরছে সবাই মাছির মত,
তোরা হাতে সাবান লাগা;
করোনাকে ভাগা।
করোনাকে ভাগা।!

জনসংযোগ থেকে দূরে,
 থাকতে হবে মাস্ক পরে,
এখনো নিয়ম মেনে চল;
সবখানে বয় লাশের ঢল;
এবার বিবেক টাকে জাগা;
করোনাকে ভাগা !
করোনাকে ভাগা !!

রচনাকাল:-১১/০৫/২০২১ দুপুর ২টা বেজে ৫১ মিনিট। (গান নং ৪৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *