Spread the love


💥অনির্বান💥
**********
খুকু
🌱 🌱
অনির্বান, বারবার আমার পদবী জানতে চাশ না, অনির্বান। আমি খুকু। আমি একটা মানুষ। এটাই জেনে রাখ।আমাকে আর জাত বে জাতের দাড়িতে মাপিস না রে। মানুষের কোনো জাত হয়না রে, অনির্বান,,,,,,
কেমন আছি? ভালো আছি রে, আমার খারাপ থাকার কথা শুনে তুই আর কি ই বা করবি?
করুনা!
বিশ্বাস কর , অনির্বান,
আমি কোনো দিন কারো কাছে অন্তত, করুনা চাইনা,,,,,,
আমি নিজে রোজ ভালো থাকার জন্য, সবার ভালো থাকার জন্য, রোজ কাক ভোরে উঠিরে , অনির্বান!
এবারে তুই, তোর মতো আরো কেউ, জানতে চাইবে আমার পরিবারের কথা,
কি হবে অনির্বান!
দয়া, সান্তনা,,,,,
বিশ্বাস কর , কোনো টাই আমি চাই না কারো কাছে।
আমরা মেয়ে রা নিয়ত সঙ সাজি, সঙসারের নাট্যমঞ্চে,,,,,
সেটা, তুই ছাড়া ও সবাই জানে, কম বেশি।
যদি জানতেই চাস, আমার নিজের কথা, হ্যাঁ আমার ভালো থাকার কথা,
আমার ভালো লাগার কথা বলিস,
মানুষের গতিবিধি র গল্প ফাদিস না, অনির্বান,,,,,
তুই, আমি তো মানুষ অনির্বান,
আমাদের গল্পে মানুষের ভালো থাকার কথা বল,
মানুষ কে ভালো রাখার কথা বল,
আমি শুনবো, সব শুনবো তোর কথা;
পৃথিবীর যে প্রান্তে ই থাকিস,
আমাকে যতবার পারবি
খুকু, বলে ডাকিস,
আমি সাড়া দেবো, অনির্বান!
আমি ভনিতা র বাক্য লাপে
নিজেকে আড়াল করতে লজ্জা পায়,
ভয় হয়, যদি তুই ভুল বুঝে
সরে যাস,
পদবী র চোরা পথে হারিয়ে যাস!
আমি তোকে হারাতে চায়না রে,
কাউকে হারিয়ে ফেলা, বড়ো বেদনা দায়ক।
ব্যাথা থাক, প্রশ্ন থাকনা মনে,
পাথর চাপা হয়ে,,,,,, নীলকন্ঠ হোক,
তুই আমি অচেনা ই, অজানা ই, খিলখিল ঝর্ণা য়, ভেসে যায়,
লেশহীন ভাবনায়,,,,,,,,,,
আমি তোকে শুধু জানি
তুই, একটা মানুষ অনির্বান,,,,,,
*****************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *