কবিরা নয়
:রূপো বর্মন:
**********
শঙ্খের সমাহার তব মন,
বলে তব প্রিয় পাঠকগণ।
কে বলে তুমি নাই জগতে,
আছো অবিরাম তব সৃষ্টি মাঝেতে।
রবে সদা মোদের অন্তরে,
বাজিবে শঙ্খধ্বনি পৃথিবী চত্বরে।
মানুষ মরণশীল কবিরা নয়,
সৃষ্টির মাঝে তারা সদা জীবন্ত বিশ্বময়।
Magazine of Bengali Literature
কবিরা নয়
:রূপো বর্মন:
**********
শঙ্খের সমাহার তব মন,
বলে তব প্রিয় পাঠকগণ।
কে বলে তুমি নাই জগতে,
আছো অবিরাম তব সৃষ্টি মাঝেতে।
রবে সদা মোদের অন্তরে,
বাজিবে শঙ্খধ্বনি পৃথিবী চত্বরে।
মানুষ মরণশীল কবিরা নয়,
সৃষ্টির মাঝে তারা সদা জীবন্ত বিশ্বময়।
“কবিরা নয় ” কবিতায় কবি রুপো বর্মনকে
বলি যে, আপনি আধুনিক ভাষা ব্যবহার করুন, যেমন “তব “”মম ” ইত্যাদি না দিয়ে “তোমার “”আমার ” দিন, সেইমত লাইনের সেট রেখে মাত্রার ভারসাম্য আনুন ! তবে আপনার লেখার প্রথম স্তরের আকার ও আপনার ছবি বলছে, আপনি একটু মনযোগী হয়ে কবি হিসেবে প্রতিষ্ঠা পাবেন, পরিশ্রমের গতি অনুযায়ী প্রতিষ্ঠার সময়কে কাছে টেনে আনতে পারেন!
–ঋদেনদিক মিত্রো
Ridendick Mitro
Kolkata, India (Bharat )