(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হয়নি বলা ভালোবাসি তোমাকে
🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱
“আপন করো প্রকৃতিকে”
কথায় আছে দুঃখ যদি আসে জীবনে,
সুখ তখন আসবেই,দূরে সরে থাকতে পারে কি সে পিছনে।
পৃথিবী আজ তোমার এই অবস্থা শুধুই
মানুষের জন্য,
একদিন এর দাম দিতেই হবে,উপায় থাকবে
না অর অন্য।
মানুষ তার নিছ স্বার্থে হানছে তোমায়
আঘাত বারে বার,
প্রগতির নামে সব কিছু করছে তছনছ,
করছে ছারখার।
ধনী মানুষ তার অর্থের জোরে করছে সব নষ্ট,
অসহায় মানুষ যারা,নিরূপায় হয়ে তারা,পাচ্ছে
শুধুই কষ্ট।
প্রকৃতির বিরুদ্ধা আচরন করে,নিজের বিপদকে
করছো আমন্ত্রণ,
পৃথিবীর বুকে প্রকৃতি কেমন, একটু একটু করে
করছে মৃত্যু বরণ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চাষের জমিতে ফাটল ধরেছে,কৃষক করছে আত্মহত্যা,
তোমরা যারা,ধনী তারা,ছাড়বেনা তবুও তোমাদের স্বার্থের ওই সত্বা।
অন্ন জলের অভাবে দেখো,মরছে কতো
লোক রোজ,
তোমরা তারা ,অর্থের ক্ষমতায় আছো যারা,
আলিশান ঘরে বসে করছো ভুঁড়ি ভোজ।
আন্নের অভাব,অর্থের অভাব কষ্ট কাকে বলে
বুঝবে কি করে তোমরা?
একবার গিয়ে দেখো তাদের,দুঃখ আর কষ্ট কি?
দুবেলা হয়তো খাবার ঠিক করে খেতে পায়না যারা।
এখনো সময় আছে,তোমরা নিজকে সামলে নাও,
প্রকৃতির ওপর এতো অত্যাচার করা,এবার তো তুমি ছেড়ে দাও।
দিনের শেষে রাত্রি তো আসবেই,রাতের আঁধার
কেটে দিনের আলো নতুন সূর্য আবার ওঠবেই,
প্রকৃতিকে যদি আপন করে নাও,সেও তোমায় দুহাত বাড়িয়ে আপন করে নেবেই।
(সমাপ্ত)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});