আদরিনী
।।শৌভিক।।
🌱🌱🌱🌱🌱
জীবন গেছে বয়ে দুকূল ছাপিয়ে –
সেদিন প্রথম তাকে ছুঁয়ে !
তোমাদের কাছে, এ নয় ভালবাসা
এ নাকি শুধুই আমার তৃষ্ণা !
আমি বলি- না, তোমরা জানো না-
সে আমার স্পন্দিত হিয়া।
দেখেছো তোমরা, তার ভরা শরীর টইটুম্বুর-
যেন ঘন বর্ষার উত্তাল দামোদর !
সে কোজাগরী রাত্রি গো আমার
আলোয় ভরা মুগ্ধ আকাশ
ধরণীর বুকে ফোটা- রূপসী কাশ
আশ্বিনের খেয়ালী চঞ্চল বাতাস।
সেদিন প্রথম তাকে ছুঁয়ে !
তোমাদের কাছে, এ নয় ভালবাসা
এ নাকি শুধুই আমার তৃষ্ণা !
আমি বলি- না, তোমরা জানো না-
সে আমার স্পন্দিত হিয়া।
দেখেছো তোমরা, তার ভরা শরীর টইটুম্বুর-
যেন ঘন বর্ষার উত্তাল দামোদর !
সে কোজাগরী রাত্রি গো আমার
আলোয় ভরা মুগ্ধ আকাশ
ধরণীর বুকে ফোটা- রূপসী কাশ
আশ্বিনের খেয়ালী চঞ্চল বাতাস।
সেদিন জ্যোছনা ছিল সোনার-
মেঘের চুম্বনে রাঙা ছিল নক্ষত্রের শরীর
কুয়াশার মত নরম অনুভূতি প্রথমবার !
তোমরা যাকে বলো শুধুই শরীরী –
আমি বলি জীবন দায়ী ঔষধি।
আমার ধমনীতে সে আদরে স্রোতস্বিনী আমার আদরিণী –
জীবন এখনো তাই অক্সিজেন বিহীন হয়নি।
মেঘের চুম্বনে রাঙা ছিল নক্ষত্রের শরীর
কুয়াশার মত নরম অনুভূতি প্রথমবার !
তোমরা যাকে বলো শুধুই শরীরী –
আমি বলি জীবন দায়ী ঔষধি।
আমার ধমনীতে সে আদরে স্রোতস্বিনী আমার আদরিণী –
জীবন এখনো তাই অক্সিজেন বিহীন হয়নি।