হেমন্তের পৃথিবী
কবি রেবা সাঁতরা
🌱 🌱 🌱 🌱 🌱
হেমন্তের ঊষা কাল।
পৃথিবী যেন কুয়াশার চাদর গায়ে হালকা শীতের আমেজ উপভোগ করছে।
দুরের প্রকৃতি নীল রঙ ধরেছে গভীর চিন্তায়।
পাকা ধানে শালিক বুলবুলি নেই এখন।
তাদের বোধহয় ঠান্ডা লেগেছে।
ঘাসের ডগায় অশ্রুকণা অরোরা দেবীর আদেশে তারা পথিকের পদধূলি দেবে ধুইয়ে।
হেমন্তের সকাল।
ওক দেবদারুর ফাঁক দিয়ে সূর্য দেয় উঁকি।
সাঁওতাল ঘরে লেগে যায় তাড়া।
ধানক্ষেতে যাবে কাজে তারা।
মাথায় হাঁড়ির পর হাঁড়ি তারা চলে সারি সারি।
কাঁকালে কালো ছেলে হাতে কাস্তে। দেখে মনে হয় জীবনের প্রবহমানতা এদের আছে এখনো,
নদীর ধারার মতো।
এরাই যেন পৃথিবীর গতি।
তাই আজও পৃথিবী বেঁচে আছে।