মন’
শুধুই তুমি
আলফাজ আলম (বুলগান)
==================
বিরহে কাতর মাখানো কখনও নিষ্ঠুর নিরবতা,
ভঙ্গীমাতেও অনুকূল আভা,
তাসের ন্যায় মুক্তোর মতো জ্বলজ্বলে শরৎ শিশির
নেপথ্যে হিংস্র বন্দি খাচা ,
আবার করূনাময়ী ঈশ্বরের দান
দানবির ভূ-স্বামীর অধম ।
প্রেমের প্রাণের জন্মদাত্রী কিন্তু অধিকতর পবিত্র প্রিয়…।
বাস্তব জগতে স্বপ্নের মতো
মাঝে জীবন্ত অদৃশ্য প্রতিচ্ছবি রুপক মাত্র।
নিপথ্যে ঘটাও মানবের অফুরন্ত ক্রন্দনের অভাব
রসময়
ঘটাও লাজকতার অশ্রুজল,
কখনও নিশিবেলায় কোন সন্ধানে কাতর শশীর মতো
কারো ভালোবাসা ও শোকে অশ্রুদান
।
আমদানি রপ্তানির পণ্যদ্রব্য মাত্র ঠিকই,
রূপদানে একই পূস্পে যেমন হাজার ভ্রমরের ভ্রমর কারি,
যেন এক অপরূপী গভীর মাদকদ্রব্য থেকে উত্তম,
স্বপ্ন ভেঙে দেওয়া লাঞ্ছনা,
জীবন্ত ও অদৃশ্য আবেগ সৃষ্টিকারী
মিষ্টভাষী
তোমার পরিচয়ে সান্তনা স্বরূপ দুঃখময়কালে মায়াজালে
কখনো শীতলছায়া
, এক নিশ্চল অসমাপ্ত মিথ্যাদায়ে হঠানো পরাজিত অপরাধী সৈনিকের মতো হয়তো
আর কেউ নও, মন তুমি শুধুই অদৃশ্য নিঠুর মোহ,
তোমার একান্ত শত্রু আবার একান্ত মিত্র,
আর কেউ নও মন কখনো আবার শুধুই অদৃশ্য নিষ্ঠামোহ
অন্ধ বিশ্বাস, অলৌকিক কিন্তু লৌকিক, তোমার লীলাখেলার পরিচয়
শ্রেষ্ঠতার দানে এই কঠিন বাস্তব।
***************************