কাব্যপট
🌱 🌱 🌱
বন্দনা পাত্র
🌱 🌱 🌱 🌱 আমার ভাষাহীন ভাবনা
লেখার জন্য ডাক পড়েছে ফেসবুকে নয়
টুইটারে নয়,
কাব্যপটের ময়দানে।
পটে যদি হয় ছবি আঁকা
কাব্য হবে মনের কথা,
ভাষার মেলা জানিনেকো ভাবের
বৈচিত্র্যময়।
ভাবনা গুলো মিলিয়ে গেছে
অনলাইনে এসে।
শব্দরা সব খেলা করে মগজ ঘেঁষে ঘেঁষে,
ভাষা গুলো ভেসে বেড়ায় কাব্যপটে এসে।
লেখার জন্য ডাক পড়েছে ফেসবুকে নয়
টুইটারে নয়,
কাব্যপটের ময়দানে।
পটে যদি হয় ছবি আঁকা
কাব্য হবে মনের কথা,
ভাষার মেলা জানিনেকো ভাবের
বৈচিত্র্যময়।
ভাবনা গুলো মিলিয়ে গেছে
অনলাইনে এসে।
শব্দরা সব খেলা করে মগজ ঘেঁষে ঘেঁষে,
ভাষা গুলো ভেসে বেড়ায় কাব্যপটে এসে।