শিরোনাম : প্রেম নহন্যতে
কলমে : দেবানন্দ দে
******************
আধা ঘুমে আধা জাগরণে, তোমার
প্রলম্বিত তপ্ত শ্বাস ঝরে পড়ে বুকের পাঁজরে,
কত সুখ, কত স্বপ্ন বুনি মায়াবী রাতেতে
নিবিড় সান্নিধ্য যামে বসন্ত দুয়ারে।
তবু কেন বার বার পিছু ডেকে বিধাতা সুধায়
কী এমন দিয়াছ তারে বসুন্ধরা ফিরে পেতে চায়?
ভাবি আমি তপন তরুণ বন বিথীকায়
কি এমন সাধ্য ছিল ফিরায়ে দেবার।
বকুলের রাত ছিল গন্ধে বিভোর
দুই বাহু ধরে তারে কথা দিয়াছিনু
আনি দিব অমৃত বারি চির যৌবন
যেখানে থাকিবে তুমি দেখিবে পরাগ মিলন।
ভোর হয় , দ্বোর খুলি ~ সম্মুখে দেখি
ফুটিয়াছে সেই ফুল অক্ষয় যৌবনবতী।
*********************************