~: অভিলাষ :~
✍️তরুণ দাস✍️
ঐ রাত জাগা পাখিটিও
আর জেগে থাকে না।
নতুন করে জীবন গড়েছে
ধরেছে নতুন বাহানা।।
শুধু দূরের ঐ তারাগুলো
জাগছে আমার সাথে।
স্মৃতি গুলো শুধু উঁকি দিচ্ছে
হিমেল এই রাতে।।
কিছু দিন আগেও ঐ পাখিটি
আমার সাথেই জাগতো।
প্রহরে প্রহরে পাখা ঝাপটিয়ে
জাগবার প্রমাণ রাখতো।।
তারাদের সাথে পথ হেঁটে হেঁটে
গভীর হতো রাত।
নৈশব্দ্যের আবহে কানে আসতো
পাখিটির শ্বাসের ঘাত।।
আমার সাথেই জাগতো।
প্রহরে প্রহরে পাখা ঝাপটিয়ে
জাগবার প্রমাণ রাখতো।।
তারাদের সাথে পথ হেঁটে হেঁটে
গভীর হতো রাত।
নৈশব্দ্যের আবহে কানে আসতো
পাখিটির শ্বাসের ঘাত।।
এখন আমি বড়োই একা!
গুণছি মৃত্যু প্রহর।
জীবনানন্দের “হিমেল মৃত্যু ” দিয়ে
সাজাচ্ছি আমার অন্তর।।
প্রশান্তির মৃত্যু আসুক নেমে
যন্ত্রণার মৃত্যুতে ভয়।
” হিমেল মৃত্যু ” অভিলাষ আমার
যেনো গো পূর্ণ হয়।।
গুণছি মৃত্যু প্রহর।
জীবনানন্দের “হিমেল মৃত্যু ” দিয়ে
সাজাচ্ছি আমার অন্তর।।
প্রশান্তির মৃত্যু আসুক নেমে
যন্ত্রণার মৃত্যুতে ভয়।
” হিমেল মৃত্যু ” অভিলাষ আমার
যেনো গো পূর্ণ হয়।।