সুখানুভূতি
।।কনককান্তি মজুমদার।।
*******************
নগ্ন অন্ধকারে তারাদের চোখ
দেখেছিল তোমার বুকের ভিতর
শিশির দানার মতো
বিন্দু-বিন্দু ঘাম
নিশ্বাস আটকে ছিল
স্তনের আড়ালে
কোমল বারতা আনে
আনন্দ সমীরণে
স্বর্গ কখনো দেখিনি
স্বর্গ সুখ পাইনি
কখনো
তোমার সুঢৌল বুকের
তৃপ্ত উষ্ণতায়
সেই সুখ
সেই স্বর্গ
আজও উচ্ছল হয়ে আছে।
*******************
নগ্ন অন্ধকারে তারাদের চোখ
দেখেছিল তোমার বুকের ভিতর
শিশির দানার মতো
বিন্দু-বিন্দু ঘাম
নিশ্বাস আটকে ছিল
স্তনের আড়ালে
কোমল বারতা আনে
আনন্দ সমীরণে
স্বর্গ কখনো দেখিনি
স্বর্গ সুখ পাইনি
কখনো
তোমার সুঢৌল বুকের
তৃপ্ত উষ্ণতায়
সেই সুখ
সেই স্বর্গ
আজও উচ্ছল হয়ে আছে।