Spread the love
বাংলার জাতীয় রূপ

                    এম শফিউল্লাহ
“”””””””””””””””””””””””””
মোদের বাংলা মোদের ভাষা
জুড়ায় মোদের প্রাণ,
জাতীয় ভাষা বাংলা মোদের
লক্ষ বীরের দান।
আম গাছটি জাতীয় বৃক্ষ
জাতীয় ফল কাঁঠাল,
আম-কাঁঠাল এ দুটি ফল
আহা! কি যে রসাল।
বাংলাদেশের বাঙ্গালী ভাই
জাতীয় ধর্ম ইসলাম,
মোদের দেশের জাতীয় কবি
কাজী নজরুল ইসলাম।
জাতীয় পাখি দোয়েল মোদের
ইলিশ জাতীয় মাছ,
জাতীয় স্মূতিসৌধ মোদের
সম্মিলিত প্রয়াস।
ঐ পশুটি জাতীয় মোদের
রয়েল বেঙ্গল টাইগার,
শেরে বাংলা নগর মোদের
জাতীয় গ্রন্থাগার।
বাংলাদেশের জাতীয় মসজিদ
বায়তুল মোকাররম,
বঙ্গ বন্ধু স্টেডিয়াম মোদের
জাতীয় স্টেডিয়াম।
ঐ পতাকা জাতীয় মোদের
সবুজের মাঝে লাল বৃত্ত,
ঐ পার্কটি জাতীয় পার্ক
শহীদ জিয়া শিশু পার্ক।
জাতীয় দিবস ২৬শে মার্চ
জাতীয় ফুল শাপলা,
জাতীয় মোদের সুন্দর বন
কাবাডি জাতীয় খেলা।
দশটি চরণ জাতীয় সঙ্গীত
আমার সোনার বাংলা,
হযরত শাহজালাল আন্তর্জাতিকবিমানবন্দর
জাতীয় বিমানবন্দর ডাকা।
প্রতিক মোদের তাই জাতীয়
উভয় পাশে ধানের শীষ বেষ্ঠিত,
পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা
তার মাথায় পরস্পর সংযুক্ত তিনটি পাতে
এবং উভয় পাশে তিনটি করে তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *