একবার বলো তুমি আছো
*মোজাম্মেল হক*
একবার বলো তুমি আছো
অনন্ত নীলের শূন্যতায় হারিয়ে যাওনি
জনারণ্যের বিশালতায়
তুমি আছো।
পায়ের তলের মাটি সরে যায়নি
এক বিন্দু তারার মতো সুপ্তির গহ্বরে
মধুর স্বপ্নালস আছো।
তুমি নিঃশেষ হ’য়ে যাওনি
অনবদ্য জীবনোপকূলের অসীম বিরাটত্বে দাঁড়িয়ে
সপ্ত বর্ণ বিচ্ছুরণে আঁকা
রামধনু রঙে ভাসছো।
হয়তো বা সমুদ্র সৈকতে পরশ নূড়ি খুঁজে ফিরছো,
একবার বলো তুমি আছো।
জানি জীবনের ঘোরানো সিঁড়িটাতে
অনেক বাঁক জটিলতার বুদবুদ ফেনা,
তোমার বিকাশিত যৌবনটা এখন নিঃসঙ্গ স্থবির
ঘনীভূত কুহেলির ধূসরতায়
ক্লান্ত দু’ চোখের পুত্তলী দ্বয়ে জড়ানো ঠুলি;
অথবা রঙিন ফাগে তোমার জমেছে
লৌহ -মরিচার পলি,
তবুও জীবন -ক্রন্দন তটে দাঁড়িয়ে
আরেকবার তুমি গলা হাঁকড়ে বলো
তুমি আছো, হারাওনি
দেখবে মার-খাওয়া সত্তাটা
আবার নড়ে উঠেছে।