*গেটপাস*
✒অসীম সরকার
**********
একটা আকাশ,
শীতল বাতাস…
গাছের ছায়া তল।
একমুঠো প্রেম
খোঁপা তে গোলাপ
আর কি নিবি বল?
খোঁপা তে গোলাপ
আর কি নিবি বল?
আঙুলের ছোঁয়া
শরীরের রোঁয়া
জেগে উঠবে তাতে।
শরীরের রোঁয়া
জেগে উঠবে তাতে।
আনচান মন
নিশি জাগরণ
ঘুম আসেনা রাতে।
নিশি জাগরণ
ঘুম আসেনা রাতে।
সুন্দরী ললনা
করবি ছলনা?
নিত্য প্রেমের চাষ!
করবি ছলনা?
নিত্য প্রেমের চাষ!
তুই যে আমার
ডায়ানা পামার
অন্তরে বসবাস,
ডায়ানা পামার
অন্তরে বসবাস,
চুলবুলি মন
মিষ্টি আচরণ
ছেড়ে যেন না-যাস।
মিষ্টি আচরণ
ছেড়ে যেন না-যাস।
দিয়েছি তোকেই
হৃদয়ে আমার
অবাধ গেট পাস।
“””””””””””””
হৃদয়ে আমার
অবাধ গেট পাস।
“””””””””””””