অমেরুদণ্ডী
কৃষ্ণকলি বেরা
মাদুরের ওপর উপুড় হয়ে শুয়ে আছে মানুষটি, কিন্তু তার পিঠের চামড়ার খোলসের মধ্যে মেরুদন্ডটা দেখতে পেলাম না।তবে যে ছোটো বেলায় বাবা পড়িয়ে ছিলেন মেরুদন্ডী আর অমেরুদণ্ডী প্রাণীর সংজ্ঞা,
সেখানেতো মানুষ মেরুদন্ডী বলেই চিনিয়েছিলেন। তাহলে কি আমার চোখের ভুল? কি জানি। আজকাল সব ছবি,সব সৌষ্ঠব কেমন যেন এক লাগে–মেরুদন্ড হীন একটা আকৃতি।কেঁচো,কেন্নোর সাথে কোনো তফাৎ খুঁজে পাইনা দুশো ছয়ের হাড়ের
কাঠামোর হিসেবের।
এটাই বোধহয় প্রতিবাদহীন সমাজের পেন্সিল স্কেচ।।