কবিতা : অধ্যায়
✍️মোফাজ্জেল হক✍️
হয়তো জীবনের একটি অধ্যায়ের শেষ হয়
আরেকটি অধ্যায় নতুন করে শুরু করার জন্য
হয়তো জীবনে চলার পথে অন্ধকার নেমে আসে
নতুন করে আর একদিন সূর্য দেখার জন্য
হয়তো জীবনের আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে
বাঁধভাঙ্গা বৃষ্টির পরে নীল আকাশ কে ফিরিয়ে আনার জন্য
হয়তো জীবন সংসারের অনেক কিছু অগোছালো হয়ে যায়
নতুন করে সংসার সাজিয়ে নেওয়ার জন্য
হয়তো ফুলদানির ফুল শুকিয়ে যায়
নতুন ফুল কে জায়গা দেওয়ার জন্য
হয়তো পুরাতন জন বিদায় নেয়
নতুন জনকে জায়গা দেওয়ার জন্য
এ ভাবেই এক একটি অধ্যায়ের শুরু হয়
আবার সময়ের ব্যবধানে হয় পরিসমাপ্তি ।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]