Spread the love

কবিতা :- উন্মাদ
………….

কবি:- সন্দীপ মণ্ডল
…………….…………..

রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনার মাঝে আহার যারা খোঁজে …………
চুল, দাড়ি, ছেড়া,ফাটা …… ময়লা, মাটি বস্ত্রে ভরা যাদের দেহটি …….. তাদের মনের ব্যাথা বোঝে কেউ কি ?

খেয়ালী মন মুক্ত জীবন , ক্লান্তি হীন এদের দুচরন !

দুচোখে স্বপ্ন নেই , কর্মতে বাঁধা নেই , ………. উন্মুক্ত মন ।

সারা বিশ্ব যেন সংসার এদের , এই পৃথিবীটা মস্তবড় ঘর , কেউ এদের আপন নয় , কেউ নয় পর !

এরা কারো সাথে করে না বিবাদ ……… তাইতো এ সমাজ এদের আপন ভেবে নাম রেখেছে ………

উন্মাদ ।।

……..…………………



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *