অভিমানী মন
✍️সত্যদেব পতি✍️
***********
আজকের বিকেলের রোদ এসে পড়েছে তোমার সারা গায়ে ,
একটা সময় ছিল তোমার কোলে খেলা করতো হরিৎক্ষেত্র, আসতো সবুজায়ন-
মাঠ ভর্তি সোনার ফসল জন্ম নিতো তোমার কালোমাটির গর্ভে!
সেদিন তোমার বুকে নামলো ভুমি কর্ষক-
ফালা-ফালা করে কেটে নিলো তোমার সন্তানের জন্মস্থল।
তোমার ক্রন্দনরোল গেলো না তাদের বধির কর্ণকুহরে,
আকাশে বাতাসে উড়লো তোমার অস্থি মজ্জ্বার জ্বলন্ত ছাই…
তোমার আপন জঠোর থেকে তুলে নিয়ে গেল-
স্বযত্নে লুকানো কালো মাণিক ;
বিনিময়ে রেখে গেলো তোমার রক্ত মাংসের জমাকৃত আধপোড়া ছাই-এর ঢিবি-
হারিয়ে যাওয়া সময়ের সাথে শেষ হয়েছে
তোমার ঋতুমাস,ধৈর্য
নেই কোনো গর্ভ যন্ত্রণা তোমার চিহ্ন স্বরূপ একমাত্র ঐ অভিমানী পাহাড়ী মন!
তুমি ওদের ক্ষমা করতে পারবে?