(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যতপরনাস্তি মমঃ কথা অথৈ_____
✍️রাহুল গাঙ্গুলী✍️
———————-
টকটক্ টাকমাথা।পরচুলা আহারে
বাপবাপ শীতকাঁথা।কি চলছে বাবারে
দেশদেশ খুশকিতে ভবঘুরে ঝিলকি
ওরে ব্যাটা কানামুখো।খেয়ে যারে নিমকি
নুননুন ছারপোকা।চারপাশে ঘিনঘিন
বোমভোলে বিছানাটা।খাপছাড়া ঝিমঝিম
কাককাক কুলকুচো।দড়ি ধরে মারো টান
রাজাগজা চামচিকে।খুকখুক্ জলে স্নান
ভুলোভুলো লুচিগাল।কোষাগার ফর্সা
টুকটুকে কানামাছি।হনুমানু বর্ষা
ল্যাজকাটা পাত্তর।কালিঝুলি ঝরতি
আমপাকা বনশাই।গেছোভূত ফুর্তি
নেই কাজ খই ভাজ।হুঁকোমুখো হ্যাংলা
ঢপকারি কেত্তন।গোঁজামিল মামলা
ঘড়ঘড়ে মুন্সী।জলচুরি পটকা
ফুরফুরে ঘুগনি।মুচমুচে পলকা
মগডাল ডামাডোল।বুলবুলি প্যাঁকপ্যাঁক
টমটম আখড়া।পিঁয়াজিটা মারে ছ্যাঁক
গোবরেতে লাউঝাউ।মরশুমি মামলেট
ভিটেমাটি তড়কা।চেটেপুটে করি ভেট
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঠিকানাটা মশগুল।রাখে হরি মারে চুপ
ভেউভেউ ঝালচপ।মুদিখানা আনা ঝুপ
ঘুষঘুষে মগজালু।চিন্তারও রেশ নেই
মকুচাকু মোমো খাঁউ।কালেঝোলে ঘটবেই
শব্দরূপ : রাহুল গাঙ্গুলী
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});