শিরোনাম-প্রিয়তম
কলমে-কণিকা রায়
***************
জানিনা কেমন আছো তুমি?
জানিনা আমায় , এখনো তোমার পরে কিনা মনে?
জানিনা এখনো দোদুল দোলে কিনা বনে?
জানিনা এখনো কদম শাখায় কোকিল গায় কিনা গান?
জানিনা তোমার কন্ঠে,
আজও ওঠে কিনা ভালোবাসার অপূর্ব সেই তান?
জানিনা তোমার, এখনো আমায় পরে কিনা মনে?
আমার কিন্তু আজও তোমায় পরে মনে ,
আজও আমার মনে তোমার উৎজ্বল প্রতিচ্ছবি সদা বিরাজমান।
প্রথম যেদিন হয়েছিল দেখা-তার পর ক্রমে ক্ষনে ক্ষনে সকলি আছে মোর মনে।
আজও মোর হৃদয়ও মাঝে দোলে যে দোদুল!
মধুর সুরে কোকিল গায় গান!!
তারি সাথে বাজে ওঠে তোমার ভালোবাসার তান !
এভাবেই বাজবে চিরকাল!!
একবার যদি পাই তোমারে কাছেতে!
মুছে দেব সব গ্লানি , সব অভিমান!!
একবার কৃপা করে এসো মোর সম্মুখে!
জুড়াবো তব পরান ,
অতিযতনে রাখিবো তোমায় আমি আপনও বুকেতে।
কণিকা রায়ের ” প্রিয়তম ” কবিতায় খুব গভীর মনোযোগে প্রেমের স্মৃতিচারণা কাব্যময়তা ফুটিয়ে তুলেছে, এবং এইযুগে ব্যবহার হয়না এমন শব্দ “তব ” “মোর ” এগুলিকে তিনি এমন ভাবে অনুভবে মিশিয়ে দিয়েছেন, খাপ খেয়ে যায় !
যদিও অন্য কোনো কবিতা লেখার ক্ষেত্রে কবিকে সম্পূর্ণ এই যুগীয় শব্দ ব্যবহার করতে হবে, এবং সতর্ক ভাবে শব্দ প্রয়োগ করতে হবে !
পাঠক হিসেবে আলোচনা করলাম ! গ্রহণ করা না করা কবির ইচ্ছে !
ঋদেনদিক মিত্রো
পেশা : ইংরেজি ও বাংলা ভাষায় কবি -ঔপন্যাসিক -গীতিকার