” এসো, হাতে-হাত রাখি “
কলমে: ‘অন্তরাক্ষী’
কখনো হয়নি বলা
একসাথে পথ-চলা…..
তুমি আমি দু’জনাতে
মনের ওই আঙিনাতে;
কী-বা দিন কী-বা রাতে
এসো, ভিজি এক-সাথে!
না-পেয়ে হায় করি কী-যে
আজ ভিজি একা নিজে;
অশ্রুধারায় ভেজাই শুধু বুক;
কেউ নেই সাথী আজ
রেখেছি বাঁচিয়ে লাজ —
ভুলে-গেছি পাওয়ার কী সুখ!!
নেই কেন সেই…. আলো
কী অপরূপ জমকালো;
তোমার-ই মতো যে-বিশেষ,
বুক-ফাটা কান্নায়
আজ বলি অছিলায় —
অবেলায় হবে কি বিশেষ!!
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]