Spread the love

এখন সময় **
কলমে – চিত্রদীপ ভাদুড়ী

তোমরা বলো বোবার নাকি , শত্রু হয় না দেশে ?
মিথ্যে কথা ! বলছো কেন, এরকম অক্লেশে ?
বাড়ির বোবা ঝি-টা সেদিন ,
পা দিল যেই আটে !
অমনি শুনি ধর্ষিতা সে ! বকুল তলার মাঠে !
বোবা বলেও পায়নি রেহাই, ছোট্ট মেয়ে সীতা !
ওই দেখো তার, লকলকিয়ে জ্বলছে কেমন চিতা !
এমন খবর কবর হ’য়ে, সব কাগজেই রয় !
বুক ফুলিয়ে বেড়ায় ঘুরে- লক্ষ ধনঞ্জয় ।
ক্ষতিপূরণের দু এক লক্ষ –
সরকারি ভিক্ষা !
আর কতদিন চলবে সীতার অগ্নিপরীক্ষা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *