“ঈদ মোবারক”
**************
হান্নান বিশ্বাস
“ঈদ মোবারক” জানাই বন্ধু
রোজা হল শেষ,
শুভ চিন্তা আসুক মনে
কাটুক যত ক্লেশ।
ঈদের খুশি দেখব বলে
ত্রিশ রাত্রি জাগা,
হালাল খাবার হারাম করে
আল্লার দোয়া মাগা।
অশেষ পূণ্যে রোজা ফরজ
ফিতরা-জাকাত দান,
আমীর গরীব বিধান মেনে
বাড়ায় নিজের মান।
পান-আহারে বাধা নিষেধ
শুধু সেটা নয়
অঙ্গ রোজা ভঙ্গ হলেও
কঠোর সাজা হয়।
কোমিন কাছে বন্ধ সদা
বেহেশতের-ই দ্বার,
মোমিনগনে হুর পরীও
পায় যে উপহার।
রোজা হবে গোরের বাতি
নামাজ সঙ্গ সাথী,
বুঝে সুঝেও অবুঝ মানুষ
হচ্ছে আত্মঘাতী।
মানব প্রেমের বড়ই অভাব
মুখোশ পরা মনে,
যাচ্ছে ভুলে দীন-এর কথা
বিবাদ অকারনে।
দুনিয়া তো ক্ষণস্থায়ী
অল্প সময় থাকা,
তবু কেন ঝগড়া বিবাদ
ঈমান করছ ফাঁকা ?