Spread the love

আমি এখন কি খাবো?
——————————-
বিধান চন্দ্র হালদার
—————————-
বাবু -গো, আমি এখন কি খাবো?
প্রশ্ন ললিতার ।

তোমরা ঝড়ের সময়–
বসন্তের রিংটোন খোঁজো ।

প্রবল বৃষ্টিতে–
ময়ূর-ময়ূরী।

সুনামিতে–
স্পষ্ট দেখতে পাও সপ্তর্ষিমণ্ডল।

আমরা এখন কি খাবো?

আমরা ঝড়ের সময়–
থমথমে মেঘের নীচে মৃত্যুর মুখোমুখি।

প্রবল বৃষ্টিতে–
কাদামাখা উঠোনে।

সুনামিতে —
মৃত চন্দ্রালোকে।

বাবু-গো, আমরা এখন কি খাবো?
প্রশ্ন শত শত ললিতার ।

জীবন সাঁকোতে কবর খুঁড়ে চলেছি।
ঝুপ ঝুপ মাটি পড়ার শব্দ শুনতে পাই।
**********************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *